Wednesday, October 17, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

অাজ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বৈরথ

ক্রীড়া ডেস্কঃসোনাদেশ২৪:

sonardesh24.comআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

চ্যাম্পিয়নস ট্রফির গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবারও একই গ্রুপে ছিল দুই দল। দুই বছরের ব্যবধানে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

সাফল্য দেখলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ধারেকাছেও নেই। পাঁচটি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিশ্বকাপ সাফল্য বলতে গত বছর রানার্সআপ হওয়া। মুখোমুখি লড়াইয়েও অস্ট্রেলিয়া বহু এগিয়ে। ১৩৫ ওয়ানডের মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৯০ আর নিউজিল্যান্ডের মাত্র ৩৯।

এরপরও তাসমান সাগরের দুই পারের দল দুটির দ্বৈরথ উত্তাপ ছড়ায়। উপলক্ষ যা-ই হোক, বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি অথবা কোনো ওয়ানডে সিরিজ; দুই দলেই থাকে যুদ্ধংদেহী মেজাজ।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফির প্রেরণায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন অতীতকেই টেনে আনছেন, ‘অস্ট্রেলিয়াকে ২০০৭ সালের চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে ৩-০-তে হারানোটা ছিল দারুণ। দলের গভীরতাই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি।’

আজ এজাবাস্টনে অস্ট্রেলিয়ার পেসারদের সামনে মূলত পরীক্ষাই দিতে হবে কিউইদের। মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন।

যদিও প্রস্তুতি ম্যাচের শেষটিতে নিজেদের ব্যাটিং গভীরতা দেখিয়েছে নিউজিল্যান্ড। শ্রীলংকার দেয়া ৩৫৭ রানের বিশাল টার্গেট ২৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ব্ল্যাক-ক্যাপসরা।

Check Also

sonardesh24.com

নওগাঁয় দুটি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

নওগাঁ প্রতিনিধিঃ সোনারদেশ২৪: নওগাঁর মহাদেবপুরে স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর অবশেষে আত্রাই নদীর শিবগঞ্জঘাট ও ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com