Sunday, March 24, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348

আজ জাতীয় চলচ্চিত্র দিবস

বিনোদন ডেস্কঃসোনারদেশ২৪:

sonardesh24.comআজ সোমবার দিনভর এফডিসি চত্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হবে।

সকালে অনুষ্ঠান উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি থাকবেন সাংসদ একেএম রহমত উল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদ।

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান, জাঁকজমকভাবে এবারের জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হবে। সকাল থেকেই সিনিয়র শিল্পীসহ চলচ্চিত্রের সংশ্লিষ্টরা এফডিসিতে উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রায় অংশ নেবেন চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীরা। এরপর দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা প্রদর্শন করা হবে। সন্ধ্যায় থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নায়ক-নায়িকার অংশ নেবেন।

এবারের আয়োজন নিয়ে এফডিসিতে সংবাদ সম্মেলনসংবাদ সম্মেলনে বক্তরা জানান, এবার আমন্ত্রিত অতিথিদের বাইরে বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দেয়া হবে।

এদিকে দিবসটি সুন্দরভাবে উদযাপন করার লক্ষে আয়োজকরা ঢাকায় সিনেমার শুটিং বন্ধ রাখতে আহবান জানিয়েছেন। এ ব্যাপারে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা সবাইকে ওইদিন শুটিং বন্ধ রাখার আহ্বান জানিয়েছি। আমাদের আশা, আগের চার বারের চেয়ে বড় পরিসরে দিবসটি পালিত হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ওমর সানি, জায়েদ খান, অভিনেত্রী নূতন, নৃত্য পরিচালক মাসুম বাবুলসহ অনেকে।

Check Also

শাহজালাল বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ আ.লীগ নেতা গ্রেফতার

সোনারদেশ২৪: ডেস্কঃ ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় এস এম মুজিবুর ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com