স্টাফ রিপোর্টার, সোনারদেশ২৪ডটকমঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বারাকান্দি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের বারাকান্দি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস কবির জানান, রোববার রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় পথচারী ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে সোমবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই ইলিয়াস।