Monday, April 22, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

কুবিতে প্রকাশনা উৎসব ও একক বক্তৃতা অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধিঃ সোনারদেশ২৪:

sonardesh24.comকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জয়কলি প্রকাশনী ও বাংলা বিভাগের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র ‘পঞ্চপ্রহর’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও একক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, আমন্ত্রিত বক্তা ছিলেন সমাজতাত্ত্বিক মো. মনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শিরীণ আখতার বলেন,‘সাহিত্য এমনই বিষয় কখন যে কার মনে ঠাই করে নেবে তা কেউ জানে না। ব্রিটিশরা যেভাবে আমাদের শিক্ষাব্যবস্থাকে বিভক্ত করেছিলো তা এখনো চলছে। আমেরিকায় সব কেমন যেনো হই হই করে ছুটছে। কিন্তু বাঙালিদের মধ্যে যে একটা টান রয়েছে সেটা বিশ্বের অন্য কোথাও নেই। আমাদের সেই মূল্যবোধ এখনো আছে, এটাকে আরও উন্নয়ন করতে হবে। আলোর পথের যাত্রী হতে হবে সবাইকে।’

এছাড়াও প্রধান বক্তা মনোয়ারুল হক সামাজিক পুঁজি বিষয়ে বলেন,‘বর্তমান সমাজে যে এত হানাহানি মারামারি তার একমাত্র কারণ সামাজিক মূল্যবোধের অভাব। ভিন্ন মাত্রার শিক্ষা ব্যবস্থাই সামাজিক বিভক্তির কারণ। সামাজিক পুঁজি বৃদ্ধি করার একমাত্র উপায় হচ্ছে একক শিক্ষা ব্যবস্থা। আর আমাদের ব্যক্তি জীবনের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে।’

উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন,‘এখন আমাদের পরস্পরের প্রতি বিশ্বাসই একমাত্র অভাব। আমাদের অর্থনৈতিক কোনো অভাব নেই। সামাজিক পুঁজি কথাটা সামাজিক মূল্যবোধ হলে ভালো হতো, যা ১৬শো কোটি টাকার চেয়ে কোনো অংশে কম নয়! পরস্পরের সাথে পরস্পরের বিশ্বাস আর ভালোবাসা বাড়ানো দরকার আমাদের। ভালবাসার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই।’

পরে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঁচশ কপি ‘পঞ্চপ্রহর’ গ্রন্থটি বিতরণ করেন উপাচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

Share This:

Check Also

sonardesh24.com

শাহজালাল বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ আ.লীগ নেতা গ্রেফতার

সোনারদেশ২৪: ডেস্কঃ ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় এস এম মুজিবুর ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com