সোনারদেশ২৪ রিপোর্টঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (০৩ এপ্রিল) রাতে মুরাদনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকার হাফেজ আব্দুল কুদ্দুসের ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে আরও ৪-৫টি মামলা রয়েছে বলেও তিনি জানান।