Monday, February 18, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
বিএসএফ

চাঁপাইনবাগঞ্জে জোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি, সোনারদেশ২৪ডটকমঃ

সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত বেনজির আলী (২৫) জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ধুলু আলীর ছেলে। 

৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জুনাইদ আলম খান জানান, বুধবার ভোর অনুমান সাড়ে ৩টার সময় মো. বেনজির আলীসহ কয়েকজন গরু আনতে গেলে ভারতীয় অংশের ঘাংনীপাড়া এলাকায় পশ্চিমবঙ্গের মালদা জেলার ২০ বিএসএফের চাঁদনীচক ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হয়। পরে গুলিবিদ্ধ বেনজিরকে তার সাঙ্গীরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৯ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব জানিয়ে ২০ বিএসএফের চাঁদনীচক ক্যাম্পকে চিঠি দেয়া হয়েছে।

Check Also

sonardesh24.com

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের চার এমপি

চট্টগ্রাম প্রতিনিধিঃ সোনারদেশ২৪: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রামের চার নারী বিনা প্রতিদ্বন্ধিতায় ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com