Sunday, December 16, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দিল হোন্ডা

সোনারদেশ২৪:ডেস্কঃ

sonardesh24.comচালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ঘোষণা দিল জাপানের অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে হোন্ডা জানায়, চালকবিহীন গাড়ি উৎপাদনে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সাল নাগাদ এই গাড়ি সড়কে নামবে।

সম্প্রতি হোন্ডা মিড-টার্ম ভিশন ২০৩০ প্রকাশ করে। এই ভিশনেই চালকবিহীন গাড়ি উৎপাদনের কথা বলা হয়। এই ভিশনে হোন্ডা উল্লেখ করে, চালকবিহীন গাড়ি উৎপাদনের প্রয়োজনীয় স্টাটের্জি নিরূপণ, কর্ম কৌশল ও সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণ করা হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানটি গবেষণা শেষে উৎপাদনে যাবে।

Check Also

sonardesh24.com

বিজয় দিবসের নাটক ‘আত্মজ’

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আত্মজ’। মহান বিজয় দিবস উপলক্ষে ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com