ঝিনাইদহঃসোনারদেশ২৪:
সুবিধা বঞ্চিত ও এলাকার হতদরিদ্র মানুষদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী সমাবেশ প্রতি বছরের ন্যায় এবারো ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে গতকাল সোমবার বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষক ও হরিধানের উদ্ভাবক ড. হরিপদ কাপালী। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক আনোয়ার পাশা বিদ্যুৎ।
উপস্থিত ছিলেন কসাসের প্রতিষ্ঠাতা ও নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক সাকিব আল হাসান মিজু, সাবেক ব্যাংকার জীবনা গ্রামের মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, ডাঃ ফজলুর রহমান, হাজরা গ্রামের আব্দুল লতিফ, গোবিন্দপুরের আব্দুর রশিদ, বংকিরার পল্টু জোয়ারদার, বাবলুর রহমান, মসিয়ার রহমান, বুদো কর্মকার, দিলিপ কুমার সরকারসহ এলাকার কয়েকশ মানুষ। অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে লালন সঙ্গীত ও ভাবগান পরিবেশন করে গ্রামের সাধারণ শিল্পরা।