Wednesday, February 20, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন অভিনেত্রী নার্গিস

বিনোদন ডেস্কঃসোনারদেশ২৪:

sonardesh24.comঅভিনেত্রী আনোয়ারার ছোট বোন নার্গিস ভালো নেই। নার্গিসও ছিলেন সত্তর থেকে নব্বই দশকের নায়িকাদের মধ্যে একজন। দীর্ঘদিন তার হাতে কাজ নেই। স্বামী মারা গেছে একযুগেরও আগে। মেয়ের বিয়ে হয়েছে অনেক দিন হলো। ছেলের পড়াশোনা প্রায় বন্ধ। আয়ের লোক নেই নার্গিসের পরিবারে।

একদিকে বেকারত্ব, অন্যদিকে অসুস্থতা আর উপোষ করে দিন কাটানো, এভাবেই চরম মানবেতর জীবনযাপন করছেন নার্গিস। কিডনি ও হার্টের জটিলতা সেই সঙ্গে বুকে টিউমার বয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে। চলচ্চিত্র কিংবা নাটকের কেউ খোঁজখবর নেন না। দুস্থ, অসহায়, নিঃস্ব নার্গিস রামপুরার একটি ঝুপড়ি ঘরে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন।

কান্নাবিজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার পাশে কেউ নেই। অর্থের অভাবে নিজের চিকিৎসা আর ছেলেটির পড়াশোনা বন্ধ হয়ে আছে। চলচ্চিত্র শিল্পী সমিতিও আমার খোঁজ নেয় না।

নার্গিস বলেন, শিল্পী ঐক্যজোটের কর্মকর্তা ডি এ তায়েব আর জিএম সৈকত আমার খোঁজখবর রাখেন। তারা একা আমার জন্য আর কত করবেন। বোন আনোয়ারাও অনেক সাহায্য করেছেন।

ডি এ তায়েব ও জিএম সৈকত বলেন, চলচ্চিত্র ও টিভি সংগঠনগুলো যদি এগিয়ে আসে তাহলে এই জনপ্রিয় অভিনেত্রীর জীবন বেঁচে যায়। তিনি দুই শতাধিক টিভি নাটক ও প্রায় একশত ছবিতে অভিনয় করেছেন।

কুমিল্লার মেয়ে হোসনে আরা নার্গিস ১৯৭০ সালে আমির হোসেনের ‘যে আগুনে পুড়ি’ ছবিতে শিশু শিল্পী হন।

১৯৭৩ সালে সিবি জামানের ‘ঝড়ের পাখী’ ছবিতে সহ-নায়িকা হয়ে আসেন। শিবলী সাদিকের ‘নোলক’সহ অর্ধশতাধিক ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়ান। নব্বই দশকের শুরুতে হাফিজউদ্দিনের ‘অবদান’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন নার্গিস।

Check Also

sonardesh24.com

পাকিস্তানে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর সৌদি যুবরাজের

আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দিনের সফরে পাকিস্তানে আছেন। এ সফরের ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com