Wednesday, June 20, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

ঠাকুরগাঁওয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষাথীদের মানব বন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সোনারদেশ২৪ডটকম :


sonardesh24.com৩ অক্টোবরঃ সোনারদেশ২৪ডটকম :
ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী,কর্মচারীদের সাথে প্রায়ই অসদাচরণ ও খারাপ ব্যবহার করায় অধ্যক্ষ তরিকুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিতরে বিক্ষোভ মিছিল করা হয়।বিক্ষোভ শেষে বিদ্যালয়েে সামনে এক মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানব বন্ধনে ঐ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শেখ মোঃ তরিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায়ই শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করে আসছেন।তাই দ্রুত ঐ অধ্যক্ষের অপসারণের দাবি জানান।অপসারণ না হলে আগামীতে বড় ধরণের কর্মসুচী পালন করা হবে বলে জানায় শিক্ষার্থীরা।

এ বিষষটি নিয়ে অধ্যক্ষ প্রকৌশলী শেখ তরিকুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি জানান,আপনাদের যা করার ইচ্ছা আপনারা তাই করেন।আমার সাথে বড় বড় নেতা রয়েছে।অতএব আপনাদের নিউজ লিখে কোন লাভ হবে না।

Check Also

sonardesh24.com

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে আরো দু’জন নিহত

সোনারদেশ২৪: ডেস্কঃ ময়মনসিংহের নগরীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সঙ্গে বন্দুকযুদ্ধে মো. রনি (৩০) ও আনোয়ার ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com