বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪ডটকমঃ
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউডের মেধাবী অভিনেতা ইরফান খান। চলতি মাস থেকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ মার্চ বাংলাদেশে আসছেন ইরফান খান। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানালেন, বাংলাদেশে এসেই শুটিংয়ে অংশ নেবেন ইরফান খান। সঙ্গে তিশাসহ ছবির অন্যান্য কলাকুশলীরা থাকবেন। ২০ দিন ঢাকাসহ রাঙামাটি, পুবাইলে ছবিটির শুটিং শেষে ফিরে যাবেন ইরফান।’
ইরফান খানের সঙ্গে ছবিটিতে আরো অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত অভিনেত্রী পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু এবং নাদের চৌধুরি। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এছাড়াও সহ প্রযোজক হিসেবে থাকছেন অভিনতা ইরফান খানও।