ঢাকাঃ সোনারদেশ৩৪ডটকমঃ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুজনের বিরুদ্ধে ‘বঙ্গবন্ধু রাজাকার ও পাক বন্ধু ছিলেন’ মর্মে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করেনি। তাই আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এমদাদুল হক এই তারিখ ধার্য করেন। মামলার অপর আসামি হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা এবং বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী।
চলতি বছরের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কোতোয়ালি থানার সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী আদালতে এ মামলা করেন। ওই দিন আদালত পল্টন থানাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর তারেক রহমান ইস্ট লন্ডনের দ্য আট্টিয়াম অডিটরিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযদ্ধের সময় বঙ্গবন্ধু রাজাকার ও পাক বন্ধু ছিলেন। তিনি শখের বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের কোনো ভূমিকা নেই।
অন্যদিকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আসামি সাদী এক লিখিত বিবৃতিতে বিদেশি সাংবাদিকদের কাছে বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার, শাস্তি ও ফাঁসি দাবি করেন।
মামলায় বলা হয়, এ বক্তব্য বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশ হয়, যা মানহানিকর।