Thursday, February 21, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

দামুড়হুদায় ৮ কেজি ভারতীয় রুপাসহ আটক ১

চুয়াডাঙ্গাঃসোনারদেশ২৪ডটকমঃ

sonardesh24.comজেলার দামুড়হুদায় আট কেজি ভারতীয় রুপা ও একটি মোটরসাইকেলসহ এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটক নাসির উদ্দিন (৪৫) উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের বুদো মালিথার ছেলে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক গোলাম সরোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের পাঁকারাস্তার উপর থেকে আট কেজি ভারতীয় রুপা ও একটি মোটরসাইকেলসহ নাসির উদ্দিনকে আটক করে।

চোরাচালানি মামলা দিয়ে দামুড়হুদা মডেল থানায় রুপাসহ নাসিরকে সোপর্দ করেছে বিজিবি এবং মোটরসাইকেলটি দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Check Also

sonardesh24.com

‘শীর্ষ’ তকমা লাগা চার নায়িকা এখন বেকার!

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪: শাবানা, ববিতা, সুচরিতা,অলিভিয়া পরবর্তীতে মৌসুমি, শাবনূরের নামে চলচ্চিত্র একসময় চললেও বর্তমানে সেই ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com