Thursday, August 16, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348

নাটোরে ‘অশ্লীল যাত্রা’ ভেঙে দিলো প্রশাসন

সোনারদেশ২৪: ডেস্কঃ

নাটোরের বড়াইগ্রামে বৈশাখী মেলার নামে ‘অশ্লীল যাত্রা’ ও জুয়ার আসর ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার বিকালে নাটোর জেলা প্রশাসক জনাব শাহিনা খাতুনের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ সদস্যরা ওই আসর ভেঙে দেয়।

এর আগে গত ৭ মে ‘বড়াইগ্রামে বৈশাখী মেলার নামে চলছে অশ্লীল নৃত্য’ শিরোনামে দেশের বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি স্থানীয় প্রশাসনের নজরে এলে শনিবার অসর ভেঙে দেয়া হয়।

কয়েকদিন ধরেই বড়াইগ্রামের নগর ইউনিয়নের পাঁচবাড়িয়ার খালি জমিতে বৈশাখী মেলার নামে অশ্লীল যাত্রাপালা ও জুয়ার আসর চলছিল। মাইকের উচ্চ শব্দে আশপাশের এইচএসসি পরীক্ষার্থীদেরও লেখাপড়া বিঘ্নিত হচ্ছিল বলে পরীক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন।

এর আগে প্রশাসন এ নিয়ে নিশ্চুপ থাকলেও গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে তারা। শেষ পর্যন্ত জেলা প্রশাসন ওই অনুষ্ঠান বন্ধ করে দিল।

Check Also

sonardesh24.com

সানি লিওনের বায়োপিক নিয়ে জটিলতা

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪: বলিউড সেনসেশন সানি লিওন। এক সময় পর্নো সিনেমায় কাজ করলেও এখন তিনি ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com