Sunday, December 16, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

নামাজের সময় তালেবান হামলায় ১৫০ আফগান সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃসোনারদেশ২৪:

sonardesh24.comআফগানিস্তানের উত্তরাঞ্চলে সেনাঘাঁটিতে তালেবান জঙ্গিদের হামলায় ১৫০ সেনা নিহত হয়েছেন। আজ শনিবার ঘাঁটিতে থাকা এক সেনা কর্মকর্তা এ তথ্য জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা এএফপিকে জানান, সরকারি তথ্য অনুসারে ১৫০ জন সেনা নিহত হয়েছেন। তিনি বলেন, নিহত সেনাদের বেশির ভাগই নতুন নিয়োগপ্রাপ্ত। তারা প্রশিক্ষণের জন্য এসেছিলেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গতকাল শুক্রবার হামলার সময় বেশির ভাগ সেনা নামাজ আদায় করছিলেন। মাজার-ই-শরিফ এলাকার কাছে একটি মসজিদে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। কয়েক ঘণ্টা ধরে হামলা চলে। এ সময় দুজন হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন। এ ছাড়া আরও ৭ জন হামলাকারী নিহত হন।

এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন, হামলায় ৫০ জনের বেশি আফগান সেনা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা প্রাথমিকভাবে আট সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

২০১৪ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনারা আফগানিস্তানে অভিযান শেষ করেন। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা সিগার বলছে, গত বছর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীতে হতাহত হওয়ার পরিমাণ ৩৫ শতাংশ বেড়েছে। গত বছর দেশটির ৬ হাজার ৮০০ সেনা ও পুলিশ সদস্য নিহত হন।

Check Also

sonardesh24.com

বিজয় দিবসের নাটক ‘আত্মজ’

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আত্মজ’। মহান বিজয় দিবস উপলক্ষে ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com