Wednesday, January 23, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

পকিস্তান ওয়ানডে দলে ফিরলেন আমির

ক্রীড়া ডেস্কঃ সোনারদেশ২৪:

sonardesh24.comদক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফেরানো হয়েছে ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে। একইসঙ্গে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও। এই দলের আবার নেওয়া হয়েছে এখন পর্যন্ত ওয়ানডে না খেলা পেস অলরাউন্ডার হোসেন তালাত ও ব্যাটসম্যান শান মাসুদকে।

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে স্কোয়াডে থাকা আসিফ আলী ও জুনায়েদ খানকে নতুন ঘোষিত দল বাদ দেওয়া হয়েছে।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আমির জাতীয় দলের হয়ে ১০টি ওয়ানডে খেলেছেন। তবে ১শ’র ওপর গড়ে মাত্র তিনটি উইকেট নিতে পেরেছেন তিনি। কিন্তু এই প্রোটিয়া সফরেই দুই টেস্টে দুর্দান্ত বল করেছেন। যেখানে ২৩.৮৭ গড়ে আটটি উইকেট পেয়েছেন।

১১ জানুয়ারি সিরিজের তৃতীয় টেস্টের পর আগামী ১৯ জানুয়ারি পোর্ট এলিজাবেথে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

পাকিস্তান ওডিআই স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হোসেন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, ওসমান খান।

Check Also

sonardesh24.com

কৃষ্ণ সাগরে মালবাহী ২ জাহাজে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪: কৃষ্ণ সাগরে তানজানিয়ার মালবাহী দুইটি জাহাজে আগুন ধরে ১১ জন নিহত হয়েছেন। তবে জীবিত ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com