পাবনা শহরের শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় ফারুক করিম (৪৫) নামের বেকারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার নবাব আলীর ছেলে।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সকালে ৪/৫ জন যুবক ফারুককে শহরের মুজাহিদ ক্লাব স্কুলের পেছনে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’
তবে তিনি এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি।