সোনারদেশ২৪ রিপোর্টঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে কথিত পীর ও তার নারী মুরিদকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে সেতাবগঞ্জের দৌলা গ্রামে ওই পীরের খানকার মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬৮) দৌলা খানকার পীর হিসেবে পরিচিত। আর নিহত নারী মুরিদের নাম রূপালী বেগম (২৩)। ফরহাদ হোসেন দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি।
পীরের এক আত্মীয় জানান, এশার নামাজের সময় পীরের বাড়ি থেকে প্রায় একশ’ গজ দূরের খানকায় হামলা চালিয়ে পীর ও তার নারী মুরিদকে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত।