স্টাফ রিপোর্টারঃসিরাজগঞ্জঃসোনাদেশ২৪:
সিরাজগঞ্জে পোষ্টারের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তৃণমূল ন্যাশনাল আওয়ামী পার্টি তৃণমূল(ন্যাপ ভাসানী)
জানা গেছে মহান ২১ শে ফেব্রয়ারী উপলক্ষে তৃণমূণ ন্যাশনাল আওয়ামী পার্টি তৃণমূল (ন্যাপ ভাসানী)’র মহা-সচিব মোঃ মনোয়ার চৌধুরী (মেরিন) তার পোষ্টারে লেখেছেন সকল ভাষা শহীদের প্রতি জানাই রক্তিম শ্রদ্ধাঞ্জলি।
সোনার বাংলার বীর বিপ্লবি সৈনিক শহীদের আত্মার ও রুহের মাগফেরাত কামনা করি, এবং বিশেষ রক্তিম শ্রদ্ধাঞ্জলি ও নতুন বছরের যুবসমজ ভাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন এবংসুস্বাস্থ্য সুন্দর জবন কামনা করি ও বিপ্লবি লাল সালাম জানাই।
সিরাজগঞ্জে প্রচরনার দায়িত্বে রয়েছে তৃণমূণ ন্যাশনাল আওয়ামী পার্টি তৃণমূল (ন্যাপ ভাসানী)এর যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিক আহমেদ(রবি)।তিনি এই প্রচার কজে অক্লান্ত পরিশ্রম করছেন।