Sunday, March 24, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348

পড়াশোনায় ব্যস্ত পূজা

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪:

sonardesh24.comআগামী কয়েক দিনের মধ্যে মুক্তি পাবে জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার টু’।

রাজ চক্রবর্তীর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বিদুলা ভট্টাচার্য। এতে পূজার বিপরীতে রয়েছেন কলকাতার অদৃত।

তবে পূজা বর্তমানে ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়ে। সামনে তার এসএসসি পরীক্ষা। আপাতত তিনি পড়াশোনাতেই ডুবে আছেন। পরীক্ষা শেষ করেই নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত হবেন।

পূজা বলেন, বর্তমানে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। কেননা, সামনে আমার এসএসসি পরীক্ষা। সবকিছু এখন পড়াশোনা ঘিরে। তাই এখন সব শুটিং বন্ধ। পরীক্ষার পর আবার নিয়মিত হবো।

প্রসঙ্গত, ২০১৮ সালের আলোচিত নায়িকা পূজা চেরি ‘পোড়ামন-২’ এবং ‘দহন’ নামের দুটি ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। নাম ঠিক না হওয়া নতুন একটি ছবিতে আবারও তাকে দেখা যাবে সিয়ামের বিপরীতে। সঙ্গে থাকবেন রোশান।

Check Also

শাহজালাল বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ আ.লীগ নেতা গ্রেফতার

সোনারদেশ২৪: ডেস্কঃ ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় এস এম মুজিবুর ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com