সোনারদেশ২৪ রিপোর্টঃ
হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান সহ ৩ জঙ্গির ফাঁসিতে দেশবাসী খুশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি কার্যকরের এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের ফাঁসির মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিন জঙ্গির ফাঁসি কার্যকর তারই প্রতিফলন।’
মন্ত্রী বলেন, ‘এ জঙ্গিরা দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলায় একযোগে বোমা ফাটিয়েছিল। রমনার বটমূলে নিরীহ মানুষ হত্যা করেছিল। বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য ৬৭ কেজি বোমা পুঁতেছিল। এতো বড় জঙ্গি, এতো বড় অপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। দেশের মানুষ এতে খুশি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরা দেশকে অস্থিতিশীল করতেই অপতৎপরতা চালাচ্ছে। আমরা জঙ্গিবাদ নির্মূলের জন্য কাজ করছি, এখন পর্যন্ত তাদের নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি।’