সোনারদেশ২৪ রিপোর্টঃ
বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর বাজার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। পুলিশের জানিয়েছেন, নিহত দুজন হলেন দুলাল (৪৫) ও ইব্রাহিম (৪৬)। তবে তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম বলেন, একদল লোক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল বলে খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদের মৃত্যু হয়। এই সময় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাররা হলেন, কাহালু সদর এলাকার মোজাম শেখ (২৭) ও ইয়াকুব আলী (৩৫)। পুলিশ তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।