Tuesday, February 19, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

বগুড়া জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান

কামরুল হাসানঃশিবগঞ্জ (বগুড়া): সোনারদেশ২৪:

sonardesh24.comজাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান।

তিনি ২০১৭-১৮ সালে জে.এস.সি ও এস.এস.সি এবং সমমান পরীক্ষার কার্যক্রম, উপজেলা শিক্ষার মান তরানিত্ব ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা আনায় কৃতিত্ব অর্জন করেন।

তিনি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার এস.এস রোড (সাবেক ঝড়না রোড়) এর বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৮ খ্রিঃ ব্যাবস্থপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কর্মময় জীবনে তিনি ১৯৯৪ খ্রিঃ রাজশাহী বাঘা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে কর্মময় জীবন শুরু করেন।

পরে ২০১৭ সালে ১১ এপ্রিল শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক। তিনি শিবগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে প্রাণহীন থুবড়ে পড়া শিক্ষা অবস্থাকে দিন দিন সতেজ হতে শুরু করেছে।

Check Also

sonardesh24.com

চবিতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধিঃ সোনারদেশ২৪: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা অনুষদ ঝুপড়িতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com