মুলাদীঃ(বরিশাল):সোনারদেশ২৪:
বরিশালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় আরো ৬ কেন্দ্রে বাড়ানো হয়েছে। এর আগে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় ১০৯ টি পরীক্ষা কেন্দ্র ছিল। নতুন করে আরো ৬ টি যুক্ত করা হয়েছে।
সোমবার (০৯ জানুয়ারী) বরিশাল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ আদেশ প্রকাশ করা হয়েছে।
নতুন পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে বরিশালের আলেকান্দা সরকারি কলেজ, মেহেন্দিগঞ্জ উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজ, ঝালকাঠির নলছিটি দপদপিয়া ইউনিয়ন কলেজ, পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটা খানাবাদ কলেজ, বরগুনার পাথরঘাটা হাজী জালাল উদ্দিন কলেজ ও ভোলা চরফ্যাশনের নিলীমা জ্যাকব মহিলা কলেজ।
এব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্রাচার্য জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে এবার ৬ টি কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। এ বছর থেকে ১১৫ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।