Saturday, December 15, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া ডেস্কঃ সোনারদেশ২৪:

sonardesh24.comবাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ব্রাভোর সাথে ফিরেছেন ক্যারিবীয়ানদের টি-টোয়েন্টি দলনেতা কার্লোস ব্র্যাথওয়েট ও রোস্টন চেজ।

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার ইঞ্জুরির জন্য বাংলাদেশ সফরে না থাকায় তার জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব রোভম্যান পাওয়ালের কাঁধে দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

প্রথম ম্যাচটি হবে আগামী ৯ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় হবে ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। একই মাঠে ১৪ ডিসেম্বর হবে তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর তিনটি টি-টুয়েন্টিও খেলবে দুই দল। এর আগে টেস্ট সিরিজে সফরকারীদের ২-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

এদিকে, দুই বছর পর দলে ডাক পাওয়া ব্রাভো সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল :

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্রাফেট, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, ওশানে টমাস।

Check Also

sonardesh24.com

দাপুটে জয়ে টাইগারদের সিরিজ জয়

ক্রীড়া ডেস্কঃ সোনারদেশ২৪: সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী উইন্ডিজ। শেষ ম্যাচে ৮ ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com