Sunday, March 24, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348

‘বাংলা উৎসব’ মাতাতে কলকাতায় যাচ্ছে দলছুট

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪:

sonardesh24.comদুই বাংলার শিল্পীদের নিয়ে কলকাতার নজরুল মঞ্চে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা উৎসব ২০১৯’। এ উৎসব ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

উৎসবের প্রথম দিন শুক্রবার (৪ জানুয়ারি) রাত ৮টায় নজরুল মঞ্চে নিজেদের পরিবেশনা শুরু করবে দেশের অন্যতম সেরা ব্যান্ডদল দলছুট।

এ আয়োজনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে কলকাতার উদ্দেশে রওনা করবে ব্যান্ডদলটি।

এ প্রসঙ্গে দলছুট’র ম্যানেজার শাহান কবন্ধ বলেন, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত আমাদের পরিবেশনা চলবে। এ এক ঘণ্টা সময়ের মধ্যে যে কয়টি সম্ভব- আমাদের জনপ্রিয় গানগুলোই করবো।

উৎসবের দ্বিতীয় দিন (৫ জানুয়ারি) রাত ৮টায় মঞ্চে উঠবে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট।

বেঙ্গল ফাউন্ডেশন, নাথিং বিয়ন্ড সিনেমা এবং বেঙ্গল চেম্বার্স অব কমার্স কলকাতা এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

আয়োজনে বাংলাদেশ থেকে আরও গান করবেন উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদারসহ কয়েকজন শিল্পী। কলকাতা থেকে থাকবেন- ব্যান্ডদল চন্দ্রবিন্দু, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র’সহ আরও ক’জন খ্যাতনামা শিল্পী।

Check Also

শাহজালাল বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ আ.লীগ নেতা গ্রেফতার

সোনারদেশ২৪: ডেস্কঃ ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় এস এম মুজিবুর ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com