Sunday, December 16, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্কঃসোনারদেশ২৪ডটকমঃsonardesh24.com

ইরাকের রাজধানী বাগাদাদের পূর্বাংশে একটি শপিং মলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে ১২ জন।

শুক্রবার মধ্যরাতের দিকে এ হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে কথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

 বাগদাদ পুলিশ জানিয়েছে, নাখিল শপিং মলের প্রবেশপথে একটি এবং গাড়ি পার্কিংয়ে অন্য বোমাটি বিস্ফোরিত হয়। এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।

আইএসের সংসাদসংস্থা আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, বাগদাদের পূর্বাংশে প্যালেস্টাইন রোডে আত্মঘাতী বিস্ফোরক বেল্ট পরে আইএসের এক সদস্য হামলা চালায় এবং আরেকটি হামলা ছিল গাড়িবোমা হামলা। শিয়াদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

২০১৪ সালে ইরাকে এক-তৃতীয়াংশ দখল করে নেয় আইএস। এ ছাড়া বাকি অংশে ইরাকের শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষ চলছে। একদিকে সন্ত্রাসী হামলা, অন্যদিকে সাম্প্রদায়িক সংঘর্ষে বিপর্যপ্ত ইরাকের জনজবীন।

তবে ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা এবং ইরানিদের সমর্থনে শিয়াযোদ্ধাদের যৌথ হামলা আইএসকে কোণঠাঁসা করে ফেলছে। এ অবস্থায় আত্মঘাতী হামলা বাড়িয়েছে আইএস।

সাম্প্রতিক মাসগুলোতে বাগদাদে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আইএস।

Check Also

sonardesh24.com

বিজয় দিবসের নাটক ‘আত্মজ’

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আত্মজ’। মহান বিজয় দিবস উপলক্ষে ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com