Thursday, October 18, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

মারা গেলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:

sonardesh24.comদীর্ঘদিন ধরে অসুখে ভুগে মৃত্যুবরণ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর। রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা জানানো হয়েছে।

ভিয়েতনাম টেলিভিশন জানিয়েছে, শুক্রবার রাজধানী হানোই’য়ের এক সামরিক হাসপাতালে গুরুত্বর অসুখে ভুগে মৃত্যুবরণ করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসক ও অধ্যাপকদের শত প্রচেষ্টাতেও তাকে বাঁচানো যায়নি।

কোয়াং ছিলেন ভিয়েতনামের শীর্ষ তিন নেতাদের একজন। মূলত আনুষ্ঠানিক দায়িত্ব পালন করতেন তিনি। গত বছর দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের দেখাশোনা করেন তিনি।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে স্বাগত জানানোর সময় তাকে শীর্ণ ও অসুস্থ দেখা গেছে। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে, নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেও পারেছিলেন না। সূত্র- আল জাজিরা

Check Also

sonardesh24.com

মৃত্যুর ৭ মিনিটে আগেই খাশোগিকে টুকরো টুকরো করা হয়

আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪: তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা সৌদি আরব থেকে নির্বাসিত সাংবাদিক জামাল ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com