Wednesday, October 17, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

মায়ানমারে মুসলিম গনহত্যার প্রতিবাদে বরিশালে ওলামাদের মানববন্ধন

মুলাদীঃ(বরিশাল):সোনারদেশ২৪:

sonardesh24.comসম্প্রতি মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বরিশাল বিভাগে একবিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়।

রবিবার দুপুর ১২টার দিকে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এক বিশাল মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ’র  নায়েবে আমীর হযরত মাওলান মির্জা নুরুর রহমান বেগ সাহেব। ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া এ ইসলামিয়ার  অধ্যক্ষ হযরত মাওলানা ড. শারাফাত আলী সাহেব, কেন্দ্রীয় নাজেমে আলা বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ’র।

এ ছাড়াও উপস্থিত ছিলেন  বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা এনায়েত উল্লাহ ফায়রাবী সাহেব। এসময় তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানের উপর বৌদ্ধ ও মায়ানমার সৈন্য কর্তৃক গণহত্যা ইতিহাসে অতীতে ঘটে যাওয়া সব ঘটনার চেয়েও ন্যাক্কার জনক হত্যাকান্ড। যা বিশ্ব বিবেককে অবাক করেছে।এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে মায়ানমারের মজলুম রোহিঙ্গা মুসলমানের উপর গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঙ্গ এর উপযুক্ত ব্যবস্থা গ্রহন না করলে বাংলার ধর্মপ্রাণ মুসলমান ঘরে বসে থাকবে না।তারা অারো বলেন, সরকারের প্রতি জোর দাবি জানানো হয় যে রোহিঙ্গাদের সাহায্যে সরকার যা যা করার সব ব্যবস্থা করলে বাংলার কোটি কোটি মুসলামানের দোয়া ও কৃতজ্ঞ থাকবো।রোহিঙ্গা মুসলমানকে রক্ষা করা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব।

শান্তিপূর্ণ এই সমাবেশ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

Check Also

sonardesh24.com

নওগাঁয় দুটি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

নওগাঁ প্রতিনিধিঃ সোনারদেশ২৪: নওগাঁর মহাদেবপুরে স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর অবশেষে আত্রাই নদীর শিবগঞ্জঘাট ও ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com