Monday, February 18, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

মুক্তির আগেই ১০০ কোটি রুপি আয়

বিনোদন ডেস্কঃসোনারদেশ২৪:

sonardesh24.comমুক্তির আগেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে তেলেগু ভাষার একটি সিনেমা। ‘কয়েদি নং ১৫০’ শিরোনামের এই সিনেমাটি তামিল ব্লকবাস্টার সিনেমা ‘কাঠথি’র রিমেক।

সিনেমাটি নির্মাণ করছেন ভি ভি বিনায়ক। আর এ সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর রুপালি পর্দায় ফিরছেন দক্ষিণী সিনেমার মহাতারকা চিরঞ্জীবি।

নির্মাণাধীন এই সিনেমার টিজার বা ট্রেইলার কোনো কিছুই এখনো প্রকাশিত হয়নি। তবু সিনেমাটি ঘরে তুলেছে ১০০ কোটি রুপির বেশি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।    

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটির স্যাটেলাইট রাইট এবং ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি করেই এই মোটা অঙ্কের অর্থ ঘরে তুলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। 

চিরঞ্জীবি ছাড়াও এতে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, শ্রেয়া সরণ প্রমুখ। ২০১৭ সালে ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন, ২০১৭ সালের সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা এটি। তবে মুক্তির পরই বোঝা যাবে বক্স অফিসে কতটা সফলতা পায় সিনেমাটি।

 

Check Also

sonardesh24.com

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের চার এমপি

চট্টগ্রাম প্রতিনিধিঃ সোনারদেশ২৪: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রামের চার নারী বিনা প্রতিদ্বন্ধিতায় ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com