Thursday, February 21, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com
ফাইল ফটো

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অবরোধ চলছে

sonardesh24.com

রাঙ্গামাটি  জেলার লংগদু উপজেলায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

সোমবার পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকে এই অবরোধ চলছে।

অবরোধের কারণে রাঙ্গামাটি শহরের জীবনযাত্রা স্বাভাবিক থাকলেও শহর থেকে দূরপাল্লার কোন বাস বা লঞ্চ ছেড়ে যায়নি।

রাঙ্গামাটি শহরে সংগঠনটির কার্যক্রম না থাকায় কোনো পিকেটিং চোখে না পড়লেও সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা নানিয়ারচর উপজেলায় পিকেটিং এর খবর পাওয়া গেছে।

এদিকে, খাগড়াছড়িতে অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়। অবরোধ আহ্বানকারীরা সকালে জেলার বিভিন্ন এলাকায় টায়ার পুড়িয়ে সড়কে অবরোধ করে। শহরের স্বনির্ভর, চেঙ্গীব্রিজসহ কয়েকটি স্থানে পিকেটিং চোখে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই অবরোধের ডাক দিয়েছিল ইউপিডিএফ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালা উপজেলার চারমাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। এই হত্যার জন্য পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করে শুক্রবার সকালে লংগদুতে বিক্ষোভ মিছিল বের করে কয়েক হাজার বাঙালি। এই মিছিল থেকেই তিনটিলা, বাইট্টাপাড়া এবং মানিকজোরছড়া এলাকায় শতাধিক পাহাড়ির বাড়িঘরে আগুন দেওয়া হয়।

Check Also

sonardesh24.com

‘শীর্ষ’ তকমা লাগা চার নায়িকা এখন বেকার!

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪: শাবানা, ববিতা, সুচরিতা,অলিভিয়া পরবর্তীতে মৌসুমি, শাবনূরের নামে চলচ্চিত্র একসময় চললেও বর্তমানে সেই ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com