Wednesday, December 19, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

রাজশাহী বঙ্গবন্ধু নভো থিয়েটারের নকশা অনুমোদন

সোনারদেশ২৪ রিপোর্টঃ

sonardesh24.comরাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারের নকশা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার প্রধানমন্ত্রী এই নভো থিয়েটারের নকশা ও মডেলের অনুমোদন দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বুধবার সকালে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুমোদন দেয়া হয়।

রাজশাহীতে এই নভো থিয়েটার নির্মাণের অনুমোদন দেয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নকশার বিষয়ে কিছু পরামর্শ দেন। এর আগে বাংলাদেশ স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এই স্থাপন্য নকশা ও মডেল উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রীর সামনে ঢাকাস্থ আজিমপুর গার্লস স্কুল ও কলেজের প্রস্তাবিত ১০তলা বিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক ভবনের স্থাপত্য নকশাও উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীকে এই ভবনের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন তিনি।

এ সময় শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজিমপুর গার্লস স্কুল ও কলেজ কম্পাউন্ডে একটি খেলার মাঠ ও প্রয়োজনীয় স্থান রাখার পরামর্শ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, শিক্ষা সচিব সোহরাব হোসেন ও আজিমপুর গার্লস স্কুল ও কলেজের প্রিন্সিপাল হাসিবুর রহমান।

Check Also

sonardesh24.com

বৈদেশিক কর্মসংস্থানে সরকারের আরো উদ্যোগ গ্রহণ

সোনারদেশ২৪: ডেস্কঃ সরকার স্বল্প ব্যয়ে নিরাপদ অভিবাসন ও সহজ পদ্ধতিতে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে নানা উদ্যোগ ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com