Monday, February 18, 2019

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348

রায়গঞ্জ নিমগাছি বাজারের মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার, সোনারদেশ২৪ডটকমঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারের একটি মার্কেটে আগুন লেগে ১৪টি দোকান ও মালামাল পুড়ে ছাই গেছে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 বগুড়ার শেরপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও ব্যবসায়ীরা জানান, তোফাজ্জেল হোসেনের কাপড়ে দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুন মার্কেটের কাপড়ের দোকান, ইলেকট্রিক ও মুদিখানার টিভি, শপ-পার্টিসহ ১৪টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে শেরপুর ও রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Check Also

sonardesh24.com

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের চার এমপি

চট্টগ্রাম প্রতিনিধিঃ সোনারদেশ২৪: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রামের চার নারী বিনা প্রতিদ্বন্ধিতায় ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com