বান্দরবনঃসোনারদেশ২৪ডটকমঃ
বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের পৌরসভা এলাকার হাসপাতাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সোহেল হাসপাতাল পাড়ার বাসিন্দা মো. শফিউল আলমের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কৃষি ডিপ্লোমার ছাত্র ছিল।
স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে সোহেল গাছে উঠে নারিকেল পাড়ছিলো। এ সময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নেওয়ার পথে তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ।