Tuesday, November 13, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

শুটিং সেটে আহত বড়দা মিঠু

বিনোদন ডেস্কঃসোনারদেশ২৪:

sonardesh24.comছোট পর্দা ও বড় পর্দার অভিনয়শিল্পী বড়দা মিঠু। মঙ্গলবার (৭ জুন) দুপুরের দিকে মুন্সিগঞ্জে ‘আয়নাবাজি অরিজিনাল’ সিরিজের শুটিং চলাকালে পড়ে গিয়ে তার পাজরে কাঠ ঢুকে যায়। এরপর দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। ডাক্তার তিনটি সেলাই দিয়েছেন বলে রাইজিংবিডিকে জানান বড়দা মিঠু।

এ প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজের শুটিং করছিলাম। এতে নৌকায় উঠে শট দেয়ার এক পর্যায়ে পড়ে যাই। তখন নৌকার কাঠ ভেঙ্গে পিঠের সাইটে ঢুকে পড়ে। ডাক্তার ভাঙ্গা কাঠের অংশ বের করে তিনটি সেলাই দিয়েছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছি।’

অমিতাভ রেজা পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’ নিয়ে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ নামে নতুন একটি টিভি সিরিজ নির্মিত হচ্ছে। এটি এই সিরিজের একটি পর্ব।

Check Also

sonardesh24.com

মেলার প্রথম দিনে আয়কর আদায় ২১৮ কোটি টাকা

সোনারদেশ২৪: ডেস্কঃ দেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা, ২০১৮। মেলার প্রথম দিনে মোট আয়কর আদায় ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com