Wednesday, October 17, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348

সাংবাদিককে সালমানের প্রশ্ন আপনার পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক : সোনারদেশ২৪ডটকম :

salman_khanbg_660307272কথায় আছে মেয়েদের বয়স আর ছেলেদের বেতন জানতে চাওয়া উচিত না। কথাটা আদৌ কতোটা ঠিক, সেটা মুখ্য নয়। তবে বেতন জানতে চাওয়ায় আসলেই রেগে গেছেন বলিউড অভিনেতা স‍ালমান খান।

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় সবার আগে রয়েছে বলিউডের এই সুপারস্টারের নাম। গুঞ্জন রটেছে, ‘বিগ বস’-এর চলতি মৌসুমে সঞ্চালনা করে তিনি রেকর্ড পরিমাণ আয় করছেন।

সম্প্রতি এক স‍াংবাদিক তার বেতন নিয়ে প্রশ্ন করেন। তখনই রেগে যান ৪৯ বছর বয়সী এই অভিনেতা। উল্টো সেই সাংবাদিককেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আপনার পারিশ্রমিক কতো, আমি কি সেটা কখনও জানতে চেয়েছি? তাহলে আপনারা কেনো আমার বেতন জানার জন্য এতো আগ্রহী?

সালমান খান এখন ব্যস্ত আছেন সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচারণার কাজ নিয়ে। এতে তার সহশিল্পী সোনম কাপুর। ছবিটি মুক্তি পাবে ১২ নভেম্বর।

Check Also

sonardesh24.com

যেসব সিনেমায় পারিশ্রমিক নেননি এই বলি তারকারা

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪: বলিউডের সুপারস্টারদের ডিমান্ড দেখেই মাথা ঘুরবে যে কারো। তবে কখনও সুসম্পর্কের জেরে ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com