সোনারদেশ২৪ রিপোর্টঃ
পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপার্সন শাহীন আলমের উপর হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস)।
বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। গণমাধ্যমের স্বাধীনতা জনগণের স্বাধীনতার সাথে সম্পৃক্ত। এই স্বাধীনতা খর্ব হলে রাষ্ট্র সঠিকভাবে চলবে না। সর্বত্র স্বচ্ছতার অভাব দেখা দেবে। এতে করে বাঁধাগ্রস্থ হবে সমৃদ্ধ দেশ গড়ার প্রয়াস।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের উপর হামলা নতুন নয়। ইতিপূর্বে এ ধরনের অসংখ্য হামলা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা আইনের আওতায় আসেনি বলে তারা অভিযোগ করেন। তারা বলেন, জড়িতরা শাস্তি না পাওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।