আন্তর্জাতিক ডেস্কঃসোনারদেশ২৪:
সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ইরানে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে দেয়া ভিডিও বার্তায় এই হামলার হুমকি দেয়া হয়েছে।
জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই খবর প্রকাশ করেছে। গত বুধবার ইরানের পার্লামেন্ট ও দেশটির ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির সমাধিসৌধে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১৭ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করে ওই ভিডিও বার্তা দেয় আইএস।
ওই ভিডিও বার্তায় দেখা যায়, মুখোশ পরা পাঁচ ব্যক্তি ইরানের শিয়া সম্প্রদায়ের ওপর আরও হামলার হুমকি দিচ্ছে। একই বার্তায় সৌদি আরবের সরকারকে হুমকি দিয়ে বলা হয়, এরপর তাদের পালা আসবে। ভিডিওর শেষদিকে ওই ব্যক্তি সৌদি সরকারের উদ্দেশে বলেন, ‘জেনে রাখুন যে, ইরানের পর আপনাদের (সৌদি আরব) পালা আসবে।…আমরা ধর্মের জন্য লড়াই করি, ইরান বা আরব উপদ্বীপের জন্য নয়।’