সোনারদেশ২৪ রিপোর্টঃ
সুনামগঞ্জে হাওরের পানিতে প্রাথমিকভাবে কোনো তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
কমিশনের প্রতিনিধির দলের প্রধান দিলিপ কুমার সাহা বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া যায়নি, তবে ল্যাব টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে।’
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে হঠাৎ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জসহ সিলেটের হাওর অঞ্চল। বছরে ওই একটা মাত্র ফসলই উঠে হাওর অঞ্চলের কৃষকদের ঘরে। হঠাৎ এই দুর্যোগে যখন তাদের মাথায় হাত, তখন গত সপ্তাহ থেকে হাওরের পানিতে ভেসে উঠতে থাকে মরা মাছ। শুধু তাই নয়, বিভিন্ন জলজ প্রাণীর পাশাপাশি হাওরে চড়তে নামা হাঁসও মরে যাচ্ছে।
ধারণা করা হয়েছিল মেঘালয় সীমান্তের কাছে ভারতের উন্মুক্ত ইউরেনিয়াম খনির তেজস্ক্রিয়তা ছড়িয়েই হাওরের মাছ মারা যাচ্ছে।