Tuesday, November 13, 2018

ঘরে বসে লাখপতি হোন।

অনলাইন ভিত্তিক অর্থ উপার্জনের ১০০% নিশ্চয়তা দিয়ে ডি.আই.টি-তে বিভিন্ন কোর্স-এ ভর্তি চলিতেছে..!

মোবাইলঃ-01763-023348
sonardesh24.com

২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ওয়ান ওয়ে’

রাজ, বিনোদন প্রতিবেদকঃসোনারদেশ২৪:

sonardesh24.comসারাদেশে ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ও সুমন রেজা জুম্মন ফাইটিং গ্রুপের এ্যাকশন নিয়ে ‘ওয়ান ওয়ে’। ছবিতে জুটি বেঁধেছেন মিলন ও ববি। ছবির গল্পে দেখা যাবে, গডফাদারের দলে কাজ করেন মিলন। একপর্যায়ে অন্যদের খুন করে নিজেই গডফাদার বনে যান তিনি। এরপর ঘটনাক্রমে রহস্যজনকভাবে খুন হন তিনি। তারপর ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন মিলনের ভাই বাপ্পি।

বাংলাদেশ চলচ্চিত্রে ভিন্নমাত্রার এ্যাকশন নিয়ে কাজ করছে সময়ের আলোচিত ফাইট ডিরেক্টর সুমন রেজা (জুম্মন)। দীর্ঘ ১৮ বছর ধরে চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন তিনি। ইতি মধ্যেই চলচ্চিত্রে মহলে সকলের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন সুমন। কাজ করেছেন বিজ্ঞাপনেও, চাকা ওয়াশিং পাউডার (স্বরণকালের শেষ্ঠ ধোলাই), গ্রামীন ফোন ইমারজেন্সী ব্যালেন্স, যমুনা পেগাসাস বিজ্ঞাপনে ফাইট ডিরেকশন দিয়ে আলোচনার ঝড় তুলেন সুমন।

একক নিজের ডিরেকশনে কাজী হায়াত পরিচালিত সর্বনাশা ইয়াবা, ইফতেখার চৌধুরীর অগ্নি সহ মোট ২৮টি ছবির কাজ করেছেন দক্ষতার সাথে। ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ওয়ান ওয়ে’ এতেও দেখা যাবে সুমন রেজা জুম্মন এর ভিন্নমাত্রার এ্যাকশন। ফাইট ডিরেক্টর জুম্মন আশাবাদী এই সিনেমাটি দর্শকদের ভাল লাগবে কারণ এই সিনেমার গল্প একেবারেই মৌলিক

সিনেমাটি প্রসঙ্গে মিলন বলেন, এই প্রথম এমন কোনো চরিত্রে কাজ করছি। সত্যি কথা বলতে গল্পটা আমার অনেক ভালো লেগেছে। আর কাজ করেও অনেক আনন্দ পেয়েছি। আশা করি দর্শকরা আনন্দ পাবে এমন কিছু উপহার দিতে পারবো। ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ সিনেমাতে খল চরিত্রে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন। ‘ওয়ান ওয়ে’ সিনেমাতেও তাকে দেখা যাবে খলচরিত্রেই।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, আমি আগে কখনো এমন ধরনের চরিত্রে অভিনয় করিনি। তবে সিনেমার গল্পটা অনেক ভাল লেগেছে আশা করি দর্শদেরর ভাল লাগবে। আমার অভিনীত চরিত্র কেমন হয়েছে তা দেখতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে।

২০১৫ সালে ঈদুল আযহায় মুক্তি পেয়েছিলো ববি অভিনীত ‘রাজাবাবু’ সিনেমাটি। এরপরে র্দীঘ বিরতির পরে এই সিনেমার মাধ্যমে আবারো পর্দায় দেখা মিলবে তার।

বাপ্পী চৌধুরী এতোদিন পরিচিত ছিলেন রোমান্টিক ঘরানার নায়ক হিসেবেই। এবার রূপ বদল কেন? এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, সিনেমার গল্পটা খুব সুন্দর। সবসময় তো রোমান্টিক ঘরানায় অভিনয় করি। ভাবলাম এবার একটি খারাপ লোকের চরিত্রে

Check Also

sonardesh24.com

জামিনে মুক্ত আমীর খসরু

সোনারদেশ২৪: ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির ...

সম্পাদকঃ জিয়া্উল হক, নির্বাহী সম্পাদকঃ নওশাদ আহমেদঠিকানাঃ কমিউনিটি হাসপাতাল (৫ম তলা) মুজিব সড়ক, সিরাজগঞ্জ।
ফোনঃ ০১৬৮৩-৫৭৭৯৪৩, ০১৭১৬-০৭৬৪৪৪ ইমেইলঃ sonardesh24.corr@gmail.com, sonardesh24@yahoo.com