সোনারদেশ২৪: ডেস্কঃ
মোট ৯টি অনুষদ মিলিয়ে ৬০ আসন ফাঁকা রেখেই সোমবার (২১ জানুয়ারি) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড.এম.এ.বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার থেকে ক্লাস শুরু হওয়ার বিষয়টি জানানো হয়।
প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘কোন কোন ইউনিটে আসন ফাঁকা রয়েছে সে বিষয়টি এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে সবগুলো ইউনিট মিলিয়ে ৬০টির মত আসন ফাঁকা রয়েছে।’
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল।