1. [email protected] : admin : S Zoy
  2. [email protected] : Mostaque Ahmed Nawshad : Mostaque Ahmed Nawshad
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জিফাইভ

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪:

সাড়ে তিন বছর আগে জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিলো ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ। লক্ষ্য ছিলো বাংলা কনটেন্টকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।

একে একে ‘মাইনকার চিপায়’, ‘কনট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’, ‘ঠাণ্ডা’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ইত্যাদি কনটেন্ট উপহার দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।

কিন্তু এতে কাঙ্ক্ষিত সাড়া জাগাতে পারেনি। সেজন্যই বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিলো জিফাইভ। আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট।

বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ ও দেখভাল করতো ‘গুড কোম্পানি’। এটি বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান। এর কর্তা ইরেশ যাকেরও খবরটি নিশ্চিত করেছেন।

জিফাইভ এক বার্তায় বলছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।

অগ্রিম সাবস্ক্রিপশন যারা নিয়ে রেখেছেন তাদের প্রশ্ন হতে পারে, সেবা বন্ধ হলে তাদের সাবস্ক্রিপশন নেওয়ার সেই অর্থের কী হবে? এই সমস্যার সমাধানও করছে জিফাইভ। সাবস্ক্রিপশন অনুযায়ী যার যার দেওয়া অতিরিক্ত অর্থ রিফান্ড করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন