1. [email protected] : admin : S Zoy
  2. [email protected] : Mostaque Ahmed Nawshad : Mostaque Ahmed Nawshad
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

পাকিস্তানে বাস গিরিখাতে পড়ে নিহত ৩৯

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:

পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলা অঞ্চলে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামজা আঞ্জুম বলেন, গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।

তিনি বলেন, দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেয়ার সময় বাসটি একটি সেতুর পিলারের সাথে ধাক্কা খায়। পরে বাসটি একটি গিরিখাতের মধ্যে পড়ে এবং তারপরে আগুন ধরে যায়।

তিনি জানিয়েছেন, নিহত ও হতাহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের রাস্তায় ২৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন