1. [email protected] : admin : S Zoy
  2. [email protected] : Mostaque Ahmed Nawshad : Mostaque Ahmed Nawshad
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৬

Reporter Name
  • আপডেট করা হয়েছে শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে পৃথক স্থানে গুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঘটনা ঘটে মিসিসিপি অঙ্গরাজ্যের টেইট কাউন্টিতে। এঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সিএনএন।

মিসিসিপির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র বেইলি মার্টিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেইট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স ডব্লিউএমসিকে বলেন, গুলির সব ঘটনাই ঘটেছে আরকাবুলতা এলাকায়। আরকাবুলতা সড়কের পাশে একটি দোকানে একটি গুলির ঘটনা ঘটে। সেখানে একজন নিহত হন।

আরকাবুলতা ড্যাম রোডের একটি বাসার ভেতরে এক নারী খুন হন। গুলির ঘটনায় তার স্বামীও আহত হন। তবে তার গায়ে গুলি লেগেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) সন্দেহভাজনকে আরকাবুলতা ড্যাম রোডে একটি গাড়িতে বসে থাকতে দেখেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাঁকে হেফাজতে নেওয়া হয়। সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

আরকাবুলতা সড়কের পাশে বসবাসকারী ইথান ক্যাশ সংবাদমাধ্যমকে বলেন, আমি বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শুনেছি। আমি মাত্রই ঘুম থেকে উঠেছিলাম। জানলা দিয়ে চেয়ে দেখি একজন শটগান দিয়ে গুলি চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন